৭১বিডি২৪ডটকম ॥ অনলাইন ডেস্ক;
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে পাঁচ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
২৪ অক্টোবর মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘সভায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণসহ ৩৪ হাজার ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নতুন পাঁচটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।’
তিনি জানান, প্রকল্পগুলোতে সরকারি অর্থায়ন থেকে ১২ হাজার ৪০২ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য থেকে ২২ হাজার ১৬৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয় করা হবে।
জানা গেছে, যানজট কমাতে রাজধানীর বিমান বন্দর থেকে আশুলিয়া পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৯০১ কোটি ৩২ লাখ টাকা।
এর মধ্যে ১০ হাজার ৯৪৯ কোটি ৯০ লাখ টাকা ঋণ দেবে চায়না এক্সিম ব্যাংক। আর সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে বাকি ৫ হাজার ৯৫১ কোটি ৪১ লাখ টাকা। চলতি বছর থেকে ২০২২ সাল নাগাদ এ প্রকল্প বাস্তবায়ন হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।