October 7, 2024, 2:53 am
শিরোনাম :

একই ঘর থেকে মাসহ দুই সন্তানের মরদেহ উদ্ধার

বাবুল আকতার, খুলনা;

খুলনার ডুমুরিয়ায় দুই সন্তান ও নিজ ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামের এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ডুমুরিয়া উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম, তার ৬ বছরের মেয়ে ফাতেমা ও ৭ মাস বয়সী ছেলে ওমর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পারিবারিক কলহলের কারণে শনিবার সকাল ৮ টা থেকে বেলা ১১ টার মধ্যে যে কোন সময়ে নিজ বাড়িতে ডিকটিম ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে ডলি বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. আসিফ ইকবাল বলেন, ঘর আটকানো ছিল। পুলিশ যেয়ে তিনজনের মরদের উদ্ধার করেছে। তবে এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে সঠিক তথ্য জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা