৭১বিডি২৪ডটকম । করেসপন্ডেন্ট;
বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় যাত্রীবাহি বাসের চাপায় এক নারী নিহত হয়েছে।
নিহত সন্ধ্যা রাণী হালদার (৪৫), উপজেলার গুঠিয়া ইউনিয়নের পূর্ব নারায়নপুরের বাসিন্দা খগেন চন্দ্র হালদারের স্ত্রী।
আজ রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, উপজেলার বামরাইল ইউনিয়নের ধামসার এলাকায় মেয়ে জামাই বাড়িতে বেড়ানো শেষে স্বামী সন্তানসহ নিজ বাড়িতে ফিরছিলেন।
নতুন শিকারপুর এলাকার ঢাকা-বরিশাল মহাসড়ক পার হওয়ার সময় সাকুরা পরিবহনের যাত্রীবাহি একটি বাস সন্ধ্যা রানী হালদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাসটি ওইসময় ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলো।
পরে চালক রাস্তার পাশে একটি পাম্পে গাড়িটি ফেলে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার এসআই লুৎফর ও মোস্তফা।