পটুয়াখালীর জেলার মহিপুরে ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
২২ মার্চ বৃহস্পতিবার মহিপুর থানাধীন পুরান মহিপুর শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনে নিয়মিত চেকপোস্টকরাকালীন সময়ে আসামীদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- কিশোর গ্যাংয়ের হামলায় ১০ দিনপর কলেজ শিক্ষার্থী মৃত্যু
আসামীরা হলেন, মোঃ সোহেল হাওলাদার (৩০)মহিপুর থানার ৬নং ওয়ার্ডের মৃত ওমর আলী হাওলাদারের ছেলে। মোঃ সোহেল পহলান (৩১) মহিপুর থানার ৬নং ওয়ার্ডের মোঃ আঃ রহমান পহলানের ছেলে।
আরও পড়ুন- পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে যুবকের কবজি বিচ্ছিন্ন
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় মহিপুর থানার একটি টিম মহিপুর থানাধীন পুরান মহিপুর সাকিনস্থ শেখ জামাল সেতুর টোল প্লাজার সামনে নিয়মিত চেকপোস্টকরাকালীন সময় মোঃ সোহেল হাওলাদার (৩০) ও মোঃ সোহেল পহলান (৩১) কে ৮৬(ছিয়াশি) পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
আরও পড়ুন- গলাচিপায় ইয়াবাসহ মাদক সম্রাট গ্রেফতার
আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।