মরণঘাতি করোনা ভাইরাসের সঙ্গে দীর্ঘ ২২ দিন অসম লড়াইয়ে হেরে গেলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, বার বার নির্বাচিত পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তার মৃত্যুতে গলাচিপা-দশমিনা আওয়ামী লীগের রাজনীতি অনেকটাই নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। অসংখ্য নেতাকর্মী অভিভাবকহীন হয়ে পড়েছে।
আরও পড়ুন- আ’লীগের কেন্দ্রীয় নেতা আ খ ম জাহাঙ্গীর হোসাইনের রাজনৈতিক জীবন
পরিবারিক সূত্রজানায়, গত এক সপ্তাহ আগে আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও তার স্ত্রী সেলিনা হোসাইনের করোনা শনাক্ত হয়। দু’দিন পরে সকালে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। গলাচিপা উপজেলার চরচন্দ্রাইল গ্রামের পারিবারিক কবরস্থানে আজ শুক্রবার তার লাশ সমাহিত করা হবে।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনে এম পি এস এম শাহজাদা শোকাহত পরিবার প্রতি সমবেদনা প্রকাশ করছে ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন তাঁর বিদেহী আত্মার মাগফেতার ও শোকাহত পরিবার প্রতি সমবেদনা প্রকাশ করছে ।
আরও পড়ুন- পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সম্পাদক জালাল আহমেদ