বরগুনা আমতলী হতে ২ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৪ এপ্রিল) আমতলী থানাধীন ব্রান্দ্রা বাজার সংলগ্ন এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী মোঃ আঃ বারেক (৩৬) ও মোঃ কামাল হোসেন (৫০) কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামীদের নাম হলো (১) মোঃ আঃ বারেক (৩৬), পিতা-মোঃ ছত্তার হাওলাদার, ২। মোঃ কামাল হোসেন (৫০) ,পিতাঃ মোঃ মৃত চাঁন মিয়া হাওলাদার, উভয় সাং- সেকেন্দারখালী, ০৮ নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা- বরগুনা ।
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমতলী থানাধীন ব্রান্দ্রা বাজার সংলগ্ন এলাকা হতে তাদের গ্রেফতার হয়।
তিনি আরও জানান, আসামীদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় আসামীরা দিনমুজুর হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীদের নিকট হতে ৪৯০ গ্রাম কথিত গাঁজা, ২ টি মোবাইল ফোন, ২ টি সীম, উদ্ধার করা হয়। আসামীরা অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।