September 10, 2024, 7:47 pm
শিরোনাম :
গলাচিপায় শস্য কর্তন ও মাঠ দিবস আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গলাচিপায় স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা রাঙামাটির সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ গলাচিপার দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে শিক্ষার্থীরা গলাচিপায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বরগুনায় ভুমি জরিপে অনিয়ম ও দূর্নীতি বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাথরঘাটায় কনিষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন এনামুল হোসেইন “পুরাতন নয়, চাই নতুন নেতৃত্ব ! এনামুল আমাদের আশা- আকাঙ্ক্ষার প্রতীক”  গলাচিপায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আমতলী (বরগুনা) প্রতিনিধি;
আমতলীতে কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কালভার্ট নির্মাণের দাবিতেআমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বরগুনার আমতলীতে ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্তৃক অবৈধ ভাবে দখল করা সরকারি খাল দখল মুক্ত করে কালভার্ট নির্মানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা ও এলাকাবাসী। 

রবিবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে  উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর গাজীপুর নামক স্থানে গাজীপুর টু কুকুয়া সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, আঠারগাছিয়া ইউনিয়ন আওয়ামিলীগ নেতা ও অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুর রহমান রত্তন মাস্টার গত ১৫ বছর ধরে দলীয় প্রভাব খাটিয়ে তার বাড়ি সংলগ্ন ৫৪/১ নং পোল্ডারের ২৪ নং গাজীপুর মৌজার ১ নং খাস খতিয়ানের ১৬ নং দাগের জিনবুনিয়া খালের উত্তর মাথায় প্রায় ১.৭৫ শতাংশ সরকারি খাস খাল অবৈধ ভাবে দখল করে বাঁধ দিয়ে পুকুর খনন করে মাছ চাষ এবং পারিবারিক পুকুর হিসেবে ব্যাবহার করছেন।উক্ত খালটি অবৈধ দখলদার আওয়ামীলীগ নেতা রত্তন মাস্টার এর হাত থেকে দখল মুক্ত করে করে একটি কালভার্ট নির্মান করলে ঐ এলাকার কয়েক শত কৃষকের কয়েক হাজার একর জমির পানি নিষ্কাশন করে বর্ষা মৌসুমে কয়েক হাজার টন ধান উৎপাদন করতে পারবেন, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অল্প সময়ের মধ্যে একটি কালভার্ট নির্মাণের দাবি জানান তারা। 

মানববন্ধনে ইউপি সদস্য আব্দুল বাতেন দেওয়ান, শফিকুল ইসলাম, জাকির হোসেন, মজিবর মৃধা ও জহিরুল মৃধা বলেন, সরকারি খাল অবৈধ দখল মুক্ত করে খনন এবং কালভার্ট নির্মাণের দাবি করে ২০১১ সালেও এলাকাবাসী ও কৃষকরা সম্মিলিত ভাবে গণ স্বাক্ষরিত একটি আবেদন জমা দিয়েছিলো, কিন্তু রত্তন মাস্টার এর দলীয় প্রভাব এর কারনে আমরা সুষ্ঠু সমাধান পাইনি, কিছু অসাধু ব্যক্তির সম্পৃক্ততায় আমরা পানি নিষ্কাশনের জন্য কালভার্ট পাইনি, আমরা আমতলী উপজেলা প্রাশাসনের কাছে কালভার্ট নির্মান ও খাস জমি অবৈধ দখলের সুষ্ঠু সমাধান চাই।

এবিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা